নিজস্ব প্রতিবেদকঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) সবসময় দেশের বিভিন্ন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপনে নিরাপত্তা জোরদার করত অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা এবং দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে র্যাব-১ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
বিকালে গুলশান-২ চত্তরে এক সংবাদ সম্মেলনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ সাংবাদিকদের জানান,ঈদ-উল আযহা'কে সামনে রেখে রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘে স্বস্তির সাথে বাড়ী ফিরে যেতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে র্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে ।
তিনি আরো বলেন পবিত্র ঈদ-উল-আযহা ইসলাম ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎসবমুখর ধর্মীয় অনুষ্ঠান। ঈদের সময় অধিকাংশ লোকজন ছুটিতে থাকেন বিধায় ঢাকা শহর ফাঁকা হয়ে যাওয়ায় ছিনতাই, চুরি ও ডাকাতির মাত্রা বৃদ্ধিসহ অপরাধমূলক কর্মকান্ডের আশংকা থাকে। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা জোরদারসহ র্যাব-১ এর দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিশেষ টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন করার মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।
যে কোন নাশকতা/হামলা মোকাবেলায় র্যাব-১ এর পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার মাধ্যমে নাশকতাসহ যেকোন ধরণের উদ্ভুত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে বিভিন্ন বিনোদনস্থল ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে নিরাপত্তা নিশ্চিতকল্পে মোবাইলকোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পবিত্র ঈদ-উল-আযহা’কে কেন্দ্র করে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব যাতে না হয় সে ব্যাপারে র্যাব-১ এর সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪