নিজস্ব প্রতিবেদকঃ ডিএমপির গুলশান বিভাগের আওতাধীন রাজধানীর ভাটারা থানা ।পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সর্বত্র বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নিয়েছেন ভাটারা থানা পুলিশ। ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল বাড়ানোসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
থানা এলাকার মানুষের জান মালের নিরাপত্তা প্রদানসহ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে থানা পুলিশের বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন,সচরাচর ঈদকে ঘিরে রাজধানীর শপিং সেন্টার এলাকাগুলোতে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। বিভিন্ন সময় সাধারণ মানুষের একটু অসচেতনতার সুযোগ নিয়ে মোবাইল, টাকা-পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেজন্য ভাটারা নতুন বাজার এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনগণকেও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে তিনি।
মাইনুল ইসলাম আরো বলেন,আমরা ইতোমধ্যে ভাটারা থানা এলাকায় ছিনতাইকারী চক্রকে চিহ্নিত করেছি। বেশিরভাগ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। রমজান এবং ঈদ উপলক্ষে যেন কোনো চুরি-ছিনতাইয়ের ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলার অবনতি না হতে পারে সে রকম পদক্ষেপ নেয়া হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪