শরিফ মিয়া জামাল পুর
ইসলামপুরে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সিফাত আলী (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় জীবন ও শাহিন নামের দুই সহপাঠি আহত হয়। শুক্রবার সকালে গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা মোড়ে এই ঘটনা ঘটে। ওই কিশোর পৌর এলাকার উত্তর দরিয়াব ফকিরপাড়া গ্রামেন তুলা সেখের পুত্র।জানাগেছে, ইসলামপুর থেকে পোড়ার চর থেকে পোড়ারচর যাওয়ার পথে চর দাঁদনা মোড়ে দুইটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নিয়ে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। জামালপুর নেওয়ার পথে কিশোর রিফাত মারা যায়।আহত সহপাঠি জীবন ও শাহিন দুইজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।