মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ইয়াবা সম্রাট হাসান আলীকে ৭০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী কচুবাড়ী দেবত্তর পাড়া গ্রামের সুমন আলীর বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হারুন অর রশিদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাসান আলীকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ভূল্লী থানা পুলিশ। এ সময় বাড়ীর মালিক সুমন পালিয়ে যায়।
আটককৃত হাসান আলী ৫ নং বালিয়া ইউনিয়নের বড় বালিয়া জোর্দ্দার পাড়া গ্রামের আলম সর্দারের ছেলে। দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ মাদক কেনা বেচার সাথে জড়িত ছিলেন এবং ইতিপূর্বে পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), একে এম আতিকুর রহমান বলেন, হাসান আলী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
মাদক জুয়াসহ যে কোনো অপরাধে যে ব্যাক্তিই জড়িত থাকবে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো এবং আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪