মুহাম্মদ এমরান বান্দরবান:- লামা উপজেলার অন্তর্গত ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছায় গরীব অসহায়দের মাঝে ছাগল ভিতরণ করলো নেজাম উদ্দীন কোম্পানি।
শনিবার (০৬ এপ্রিল) দুপুর ১ঘটিকার সময় মোঃ আব্দুল মালেক হুজুরের উপস্থিতিতে নেজাম উদ্দীন কোম্পানির বাড়িতে ০৬ জন অসহায় ব্যক্তির মাঝে একটি করে ছাগলসহ প্রত্যেকের হাতে একটি করে শাড়ী তুলে দেওয়া হয়েছে।
মোঃ নেজাম উদ্দীন কোম্পানি বলেন, আমি সবসময় গরীব অসহায়দের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই,আমি আজ যাদের মাঝে ছাগল ভিতরণ করেছি তারা একেবারে গরীব অসহায়, স্বামী নেই, সন্তানদের নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি তাদেরকে একটি করে ছাগল উপহার দিয়েছে। যাতে তারা ছাগল পালন করে কিছু টাকা হলেও আয় করতে পারে।
তিনি আরো বলেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর গরীব অসহায়দের মাঝে গরু ভিতরণ করার চেষ্টা করবো।সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় গরীব অসহায়দের পাশে থাকতে পারি। যেন মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখতে পারি।
উপকারভোগীরা বলেন, আজ একটি করে ছাগল পেয়েছি এবং ঈদকে সামনে রেখে নতুন শাড়ী পেয়েছি এতে আমরা অনেক খুশি।
আমাদের সম্পদ বলতে কিছুই নেই, আজ যে ছাগলটি পেয়েছি এই ছাগল লালন পালন করেই আমরা কিছু টাকা হলেও আয় করতে পারবো। ৪-৫ জন সন্তান নিয়ে ভিষণ কষ্টে আছি। কোম্পানীর এই ছাগল নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাবো।