নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের নামকরা বিশেষজ্ঞ চিকিৎসক ধারা পরিচালিত সর্ববৃহত ইমপালস হাসপাতাল।সারা দেশের রোগীদের আন্তর্জাতিক মানের সেবা দেয়ার লক্ষ্যে কাজ করেছে ইমপালস হাসপাতাল।
করোনা কালিন মহুর্তে দেশব্যাপি প্রশংসনীয় হয়েছে ইমপালস হাসপাতালটি ।সুধু তাই নয় করোনা কালীন সময় সারা দেশের পুলিশ সদস্যরা এই হসপিটালে সেবা নিয়েছে যার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে সমাদ্রিত হয়েছে হসপিটালটি ।
হসপিটালটির মানউন্নয়নে প্রতিনিয়ত কাজ করছেন ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক(এমডি)ডাঃ জাহির আলামীন ।
অদ্য ১৮ জুলাই ২৩ ইং বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য ইমপালসের প্রধান উপদেষ্টা শেখ কামরুল ইসলাম বিটু’কে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেন ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক(এমডি)ডাঃ জাহির আলামীন ও হসপিটালের ডাঃ নার্সসহ আরো অনেকে।
এই বিষয়ে হসপিটাল টি এমডি ব্যবস্থাপনা পরিচালক(এমডি)ডাঃ জাহির আলামীন বলেন বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য ইমপালসের প্রধান উপদেষ্টা শেখ কামরুল ইসলাম বিটু’আমাদের হসপিটালে এসে আমাদের ধন্য করেছেন তার দেখা পথে হসপিটাল টি পুরানা ঐতিহ্য ফিরে পাবে নতুন করে কর্ম চাঞ্চলতা শুরু হবে।তার নেতৃত্বে নতুন করে শুরু হলো ইমপালস হাসপাতালের নতুন জয়যাত্রা।
তিনি আরো বলেন আমাদের আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, ক্যাথল্যাব সহ মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়েট্রিক, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, অর্থোপেডিক্স বিশেষকরে ডেঙ্গু চিকিৎসায় আমরা আছি সার্বক্ষণিক। ডেঙ্গু চিকিৎসায় সেবায় সর্বসাধারনের জন্য ৩০% ছাড় ও ঘোষনা করেন তিনি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪