মোঃ শহিদুল ইসলাম,বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম নগরীর সিএমপি"র ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং বড় বাড়ীর রাস্তার শেষ মাথা খলিল সুকানির বাড়ীর আসামী মোঃ বাদশার টিনশেড ঘরের মধ্য হইতে আসামী মোঃ বাদশা মিয়া (৪১) এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছেন ইপিজেড থানা পুলিশ।
সিএমপি'র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব কাজী হুমায়ুন রশিদ ও বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোছাইন এর নেতৃত্বে ইপিজেড থানা পুলিশের একটি আভিযানিক টিম এসআই (নিঃ) মোঃ বদিউল আলম সঙ্গীয় অফিসার এএসআই (নি:) মো: মোশারফ হোসেন ফোর্স সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন গত ২৫ মে ২০২৪; রাত ১৯.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং বড় বাড়ীর রাস্তার শেষ মাথা খলিল সুকানির বাড়ীর ধৃত আসামী মোঃ বাদশার টিনশেড ঘরের মধ্য হইতে আসামী মোঃ বাদশা মিয়া (৪১) এর হেফাজত হইতে উদ্ধার-৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ বদিউল আলম জব্দ তালিকা মূলে জব্দ করেন।
আসামীর নাম ও ঠিকানাঃ ১। মোঃ বাদশা মিয়া (৪১), পিতা-মৃত আব্দুল মান্নান, মাতা-মোসাঃ মরিয়ম বেগম, সাং-সিমেন্ট ক্রসিং, খলিল সুকানির বাড়ী, ওয়ার্ড নং-৩৯, দক্ষিণ হালিশহর, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
উক্ত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুসহ আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে র্সোপদ করা হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪