স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবাধিকার সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ৭ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়।
ইচ্ছা পূরণ স্কুল আমান বাজার ও আতুরার ডিপু শাখার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ দিয়ে যাত্রা শুরু করে অক্সিজেন, বায়েজিদ বোস্তামী মাজার প্রাঙ্গণ, ২নং গেইট হয়ে এই কর্মসূচি শেষ হয়।
এসময় এতে উপস্থিত ছিলেন মো: আরিফুল ইসলাম হৃদয়, কাযী মুহাম্মদ রোকনুজ্জামান, আনিকা আক্তার, তানজিনা আফরোজ নিঝুম, সায়েদ মনির নিসান, মো: আনোয়ারোল ইসলাম, রুম্মান তালুকদার, মো: রায়হান, জাহেদুল ইসলান রিমন, সাখাওয়াত সাওন, তৌহিদ শওকত, শওকত আকবর রায়হান, রাসেল বিল্লাহ, আবিদা আক্তার, আলিয়া আজমিরা, সাকিব, রাফি, আসিফ, সাগর প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংগঠনের স্বেচ্ছাসেবকগণ ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিতো ইচ্ছা পূরণ স্কুলের বাচ্ছাদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচী গ্রহন করেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪