বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনজনিত অভিঘাতে মানব জীবন সংকটের মুখে।
বর্তমানে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় স্থান করে নিয়েছে। এর সাথে নতুন মাত্রা যোগ করেছে পরিবেশ দূষণ।
এই বিরূপ পরিস্থিতিতে তরুণদের মাঝে সচেতনতা ও সুঅভ্যাস গড়ে তুলতে কাজ করছে টিম Eco-mates। এই টিমের সকল সদস্যের মূখ্য উদ্দেশ্য (Eco-friendly lifestyle for greener tomorrow) ইকো-ফ্রেন্ডলি লাইফ লিড করা।এর লক্ষ্যে তারা Eco-mates যার যার স্থান হতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর ধারাবাহিকতায় টিম ইকোমেটস এর সদস্যরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন: নিজস্ব বাগান করা, প্রয়োজনাতিরিক্ত পোশাক ক্রয় না করে পরিচিতমন্ডলে অদলবদল করা। যাতায়াতের মাধ্যম হিসেবে ফসিল ফুয়েল চালিত যানবাহন এর বদলে সাইকেল বা পায়ে হেঁটে যাতায়াত করছে তারা।
এই সচেতনতা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে টিম ইকোমেটস লিফলেট বিতরণ, সচেতনতা ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ডকুমেন্টারি সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
পাঁচসদস্য নিয়ে এই দলের কার্যক্রম শুরু করলেও বর্তমানে সদস্য সংখ্যা ২২ জন। এই দলের সদস্যরা হলো : তাসিন, হৃদয়, শিমলা, রিফা, মিনহাজ, সুমি, তোরশা, মিতালি, ফারিয়া,সুমাইতা,রাইতা, দীপা প্রমুখ ।