খান মাহাদী
আমি তো ছিলাম সামান্য মাটির মানুষ, ভুল ও ছিলো কিছু বেশ ।
তুমি তো ছিলে আমার ঈশ্বরী দেবী, ক্ষমা করলেই তো হতো সব নিঃশেষ !
বিচ্ছেদের অনল আগুনে জ্বলতে থাকা আমার এই মন তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্খায় যখন ব্যকুল,
সমাজ,পরিবার,রাষ্ট্র যখন বলছে আমায় তুই যাস নে প্রেমিক ,
কাদবি আবার , জ্বলবে তোর বুকের আগুন, পুড়বি তুই আবার ,
হটাৎ করেই দেবীর মতন আগমন ঘটলো তোমার !
আমি প্রেমিক এখন বড্ড শান্ত, ভালোবাসার মহাসাগরে ঘুরে বেড়াই দিন রাত তোমার সাথে ।
আহ ! কি যে আনন্দ আমার আকাশে বাতাসে !
তোমাকে আরেকবার ভালোবেসে সমাজের কাছে হলাম বদনাম ।
তবুও আমার প্রেমিকাকে আগলে রেখেছি,এটাই কি নয় আমার ভালোবাসার সর্বনাশা প্রমান ?
আবার বিয়ে হবে আমাদের, বাজবে সানাইয়ের সুর।
আবার ফিরে পাবো তোমায় ,আমি ভাবি এটাই নিয়তির শুল !
কিন্তু হায় ভাগ্যের কি নির্মম পরিনতি, প্রেমিকের কাছে এলো তোমার গোপন সব নথী ।
আমার বুকে এখন তীব্র আগুনের জ্বালা,কি করেই বা আবার সামলাবো তোমার এই ছলনার মালা !
আমি প্রেমিক বড্ড বোকা, ভালোবেসে তোমাকে বার বার পেয়েছি ধোকা ।
ভালোবেসে তোমায় ভুলি আমি কি করে ? সমাজের বদনাম গুলো লুকাই কার তরে ?
তুমি এখন বেশ সুখেই আছো ,তোমার তো এখন অনেক দাম ! সমাজের সাথে নাকি এখন তুমিও করো আমার বদনাম !
আমি প্রেমিক এখন ক্লান্ত বিরহের পথে । তোমার ছলনার করতালে আমি এখন একাকিত্বের ঘরে ! তবুও প্রার্থনা করি তুমি সর্বদা থাকো সুখে !
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪