আমি নিভৃত পল্লীর এক পথচারী
আমি স্বাধীন সমীরে গান শুনি সাঁচি
রোজ বিকেলের কত জমানো গল্প !
সবি রাখি বুকে চাপা ; বলবো অল্প।
আমি হাতে রাখিনিতো বাঁশের বাঁশরী
আমি নিঃশব্দে খুলি মনের কুঠুরি
সেখানে দেখি অবাক! সুর-ব্যঞ্জনা
হয়ে যাই বিমোহিত, তিরোহিত যাতনা।
আমি জানি এ পল্লীর ধারে নেই নদী
আমি কবু হতাশ নই ; মনে জোর রাখি,
হাঁটি তবু তারি পথে দিবস-রজনী
আঁখি জুড়ে একদিন; কূল-কূল নদী।
লেখক, মুহম্মদ শাহাদাত হোসেন
প্রধান সহকারী,প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তর,
বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলী চট্টগ্রাম।
রচনাকাল : ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ,
২০ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ।