নিজস্ব প্রতিবেদকঃ বসন্ত বরণকে সামনে রেখে অদ্য ১৪ জানুয়ারি ২৩ ইং রাজধানীর খিলগাঁও ৩ দিনব্যাপী পিঠা উৎসব এরআয়োজন করেছেন বর্তমান সময়ের সুপরিচিত নারীদের ভাগ্য উন্নয়নের রুপকার রাহিমা আক্তার সুইটির হাতে গড়া নারীদেরনিয়ে সামাজিক সাংগঠন আমরা নারী আমরা উদ্যোক্তা ।
বনার্ঢ্য আয়োজনে এই পিঠা উৎসব এর আয়োজন করা হয়। তিনদিনব্যাপী এই উৎসব চলবে (১৭ জানুয়ারি ) পর্যন্ত।সময়েরসাথে পুরুষের পাশাপাশি বর্হিবিশ্বের মতো এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা ।রাজধানী জুড়ে অসংখ্য সংগঠন থাকলে ওরাহিমা আক্তার সুইটির হাত ধরে প্রতিষ্ঠিত আমরা নারী উদ্যোক্তা সংগঠন টি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে ।নারীদের নিজেরপায়ে দাঁড়াতে নিজেকে কিভাবে সাবলম্বী করতে না নিয়ে প্রতিনিয়ত অবিরাম কাজ করছে রাহিমা আক্তার সুইটি।
৩ দিনব্যাপী এই পিঠা উৎসবে উপস্থিত ছিলেন,খিলগাঁও ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনিসুর রহমান সরকার ও আমরানারী আমরা উদ্যোক্তা প্রতিষ্ঠাতা সভাপতি রাহিমা আক্তার সুইটি সহ অনেক নারী উদ্দ্যোক্তা প্রমূখ।
উৎসবমুখর পরিবেশে আনন্দ আড্ডায় প্রচুর মানুষের সমাগমে পিঠা উৎসব জমে উঠেছে ।তিনদিন ব্যাপী পিঠা উৎসবের সার্বিকসহযোগিতা করেছেন
খিলগাঁও থানা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান মাহবুবসহ আরো অনেকে।
শীত কালীন পিঠা উৎসব নিয়ে আমরা নারী আমরা উদ্দ্যোক্তা সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রাহিমা আক্তার সুইটি বলেনএই বছর আমরা স্বল্প পরিসরে স্বল্প আয়োজন এ পিঠা উৎসব করেছি। আগামীতে বড় কোনো জায়গা নিয়ে আমরা খোলা মাঠেবড় পরিসরে পিঠা উৎসব করবো ।সংগঠনটির সকল সদস্যেদের একান্ত সার্বিক সহযোগিতায় এই পিঠা উৎসব করা সম্ভব হয়েছেবলে জানান তিনি।সর্বপরি সকলের কাছে দোয়া ভালোবাসা চেয়েছেন রাহিমা আক্তার সুইটি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪