বিনোদন প্রতিবেদকঃতরুণ কণ্ঠশিল্পী মেজবা শরীফ ও গায়িকা বৃষ্টি জুটি বেঁধে নতুন আরও একটি গান করেছেন। গানের শিরোনাম ‘আমি তোমার মন’। মিউজিক ভিডিও আকারে গানটি শীঘ্রই প্রকাশিত হবে। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ এবং সুর সঙ্গীত করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ।
নতুন এই গান নিয়ে মেজবা শরীফ বলেন, ‘এ গানটি আমাদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফসল। আশা করি, শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে। তাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমাদের গানটি জনপ্রিয়তা পাবে।’
সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা বাংলাদেশি আইডল দিয়ে পরিচিতি পান বৃষ্টি। তিনি এই গান নিয়ে বলেছেন, রোম্যান্টিক ধাঁচের গান এটি। মেজবা ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা সুন্দর। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।
উল্লেখ্য, মেজবা দীর্ঘদিন ধরে গান করেছেন। তার প্রকাশিত গানের মধ্যে উল্লেখযোগ্য- ‘ঝরছে বৃষ্টি’, ‘ফটো’, ‘প্রিয়া’, ‘কত সুখে আছি আমি’, ‘ভালোবাসি’, ‘একটু শোন’, ‘চুপটি করে’ ‘কথা জমে থাক’ ‘দূর কোন দেশে’, ‘ মনের স্মার্টফোন’, ‘ কার মায়াতে’, ‘ইশারা’, ‘ বোঝেনা সে বোঝেনা ‘, ‘অনেক তো হলো’, প্রেম’ ও ‘লাভার বয়’ ইত্যাদি।