মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম,বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোট এর আলোচনা সভা অদ্য ২৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর কাশবন হল রুমে চট্টবাণী সম্পাদক নুরুল কবির'র সভাপতিত্বে ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক, দৈনিক আমাদের বাংলা বিশেষ প্রতিনিধি মুনীর চৌধুরী'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল'র সাবেক সদস্য, চট্টগ্রামের সাংবাদিক সমাজের অভিভাবক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মঈনুদ্দিন কাদেরী শওকত।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরাম'র কেন্দ্রীয় পরিষদ'র সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম'র সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব'র সদস্য মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদের শওকত বলেন সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে সকল সাংবাদিক সমাজ কে ঐক্যবদ্ব হতে হবে। পেশাগত সাংবাদিকদের চট্টগ্রাম প্রেস ক্লাব এর সদস্য হওয়া ন্যায্য অধিকার।
সভায় প্রধান আলোচক জাতীয় প্রেস ক্লাব এর সদস্য মিজানুর রহমান চৌধুরীর বলেন দলীয় দাসত্বের সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। লুটেরা মাফিয়াদের অর্থে সংবাদপত্র ও সাংবাদিকতা চলতে দেওয়া যাবে না। যারা দলীয় কর্মীর মতো ফ্যাসীবাদের দোষর ছিল তাদের কে প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠন থেকে বিতাড়িত করতে হবে।
সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন
মোঃ সাইফুর রহমান সাইফুল, আজম খান, মোঃ এম আর তাওহীদ, জহির উদ্দিন বাবর, কে এম রুবেল, হাসানুল আলম, এ বি এম ইমরান, রাশেদুল আজিজ, আমান উল্লাহ আমান, তৈয়ব চৌধুরী লিটন, মোঃ নুরুল আবছার, হাসানুর জামান বাবু, শিপু মিয়া, নূর মোহাম্মদ, দিদারুল আলম বেলাল, সুমন সেন,মোঃ শহিদুল ইসলাম, ইফতেখার হোসাইন, নূরুল আজম, আ ন ম তাজওয়ার আলম, রাশেদুল ইসলাম, আলমগীর টিপু, ঝুমু আকতার, ইব্রাহিম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আহসানুল গণি চৌধূরী, এস এম মাহাবুবুল আলম, আলমগীর টিপু,মোঃ জয়নাল আবেদীন, মোঃ আলাউদ্দিন, জান্নাতুল ফেরদৌস, মুন্নী আকতার, উপমা চৌধুরী প্রমুখ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪