আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদকে বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তার স্থলে আলীকদম ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দীন চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।
গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, প্রজ্ঞাপন জারির পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করবেন ডা. সিনথিয়া। অন্যথায় ষষ্ঠ দিন হতে তিনি সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।
মোহাম্মদ মামুনুর রশীদের বদলির খবরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী আনন্দ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্টাফ বলেন, তাঁর বদলিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সবাই খুশি হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক স্টাফ বলেন, আনোয়ারা হাসপাতালের বিভিন্ন উন্নয়ন এর বরাদ্দ, স্টোর কিপার মনছুর আলমের যোগসাজশে ওষুধ ছাড়াই ওষুধের বিল উত্তোলন করে। বিভিন্ন বদলী ও যোগাদানে তিনি অর্থ দাবি করতেন। তার বিরুদ্ধে অহরহ অভিযোগ রয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪