মোঃ আলাউদ্দীন আজাদ
যাদের জন্য ছন্দ মিলিয়ে কবিতা লিখি রোজ
একদিন আমি হারিয়ে দেখি কেউ নিবেনা খোঁজ।
যাদের জন্য প্রান খুলে গাহি মম হৃদয়ের গান
একদিন আমি হারিয়ে দেখি কেমন তাদের টান।
যাদের জন্য জীবনের সুখ দিয়ে যাই বিসর্জন,
একদিন তারা হিসেব মিলাবে কি আমার অর্জন।
চলার পথে নিত্য নতুন বন্ধু আসে যায়
বিপদ হলে বুঝতে পারি ক'জনা পাশে রয়।
জীবনের শেষ পরন্ত বেলায় সব হবে নিঃশেষ
কিছুদিন ধরে সবার মাঝ থাকবে দুঃখের রেষ।
মিছে মায়ার এই দুনিয়ায় বুকে কেউতো কারোর নয়
ছোট ছোট সব প্রয়োজনে তাই অনেকেই আপন হয়।
আমিও একদিন চলে যাবো হায় পৃথিবীর মায়া ছেড়ে
স্বার্থক হবে জনম যদি তব মনে পর মোরে।
সামনে পিছে জীবন মরন মাঝখানেতে আমি
কবুল করো আমায় তুমি ওহে অন্তর্যামী।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪