নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ঢাকার শাহবাগে অবস্থিত ঐতিহ্যবাহী আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট–এর পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চলছে ষড়যন্ত্র, মামলা-মোকদ্দমা ও উত্তেজনা। এতে ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পরাজিত প্রার্থী মো. ছানাউল্লাহ শিশির মার্কেট দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী ভাড়া করে একাধিক হামলা চালিয়েছেন। এসব ঘটনায় একাধিক ব্যবসায়ী আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।
মার্কেট সূত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রথমবারের মতো আজিজ সুপার মার্কেটে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী মো. ছানাউল্লাহ শিশির হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করান। পরবর্তী সময়ে আরও কয়েকটি মামলা করেন তিনি।
তবে এসব মামলার মধ্যেই শিশির মার্কেটে নিজের ব্যবসা বন্ধ করে দেন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন একাধিক রিটের (নং ১৭৪৪০/২০১৭, ১৩৮১৩/২০১৮, ২৬৬৬/২০১৮ ও ১১৯৮২/২০২৪) আলোকে গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাজসেবা অধিদফতরকে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন সম্পন্নের নির্দেশ দেন।
কিন্তু নির্দেশনা অমান্য করে সমাজসেবা অফিস একটি অবৈধ আহ্বায়ক কমিটি গঠন করে, যার সদস্য সচিব হন মো. ছানাউল্লাহ শিশির। ৯০ দিনের মেয়াদে ৩ অক্টোবর ২০২৪ গঠিত ওই কমিটির মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বরেই।
পরবর্তীতে ৫ জানুয়ারি ২০২৫ তারিখে সমাজসেবা অধিদফতর বৈধ নির্বাচন কমিশন গঠন করে। কিন্তু শিশির আবারও আদালতে রিট দায়ের করে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেন। উল্লেখ্য, আহ্বায়ক কমিটির কার্যক্রমের ওপর আপিল বিভাগের ফুল বেঞ্চের স্থগিতাদেশ বর্তমানে বহাল রয়েছে, যা ১৩ মে ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।
এই অবস্থায় মার্কেটে কোনো বৈধ কমিটি না থাকায় সাধারণ ব্যবসায়ীরা গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে সাধারণ সভা করে একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি গঠন করেন। কিন্তু ওই কমিটির পরপরই শিশির গ্রুপের লোকজন মার্কেটে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহত হন ফ্যাশন হাউজ বালুচর–এর স্বত্বাধিকারী মো. শাহীন চৌধুরী ও বিছিএল–এর মালিক কামাল উদ্দিন সেলিমসহ কয়েকজন ব্যবসায়ী।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “ছানাউল্লাহ শিশির এখন আর মার্কেটের দোকান মালিকও নন। তবু তিনি নানা মামলা ও ভয়ভীতি দেখিয়ে মার্কেট দখলের চেষ্টা চালাচ্ছেন। এমনকি সন্ত্রাসী ভাড়া করে হামলার নির্দেশ দিচ্ছেন।”
তারা আরও বলেন, শিশিরের কাছে সমিতির আয়–ব্যয়ের হিসাব চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হন এবং উত্তেজনা সৃষ্টি করেন।
মার্কেটের এক প্রবীণ ব্যবসায়ী বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ ও বৈধ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হোক। কিন্তু মামলাবাজ শিশিরের কারণে বছর বছর মার্কেট অচল হয়ে যাচ্ছে।”
ব্যবসায়ীরা দ্রুত নির্বাচনের আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদফতর এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
চেয়ারম্যান - আব্দুর রহিম খান ।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ রানা ।
@dhakarbarta24.com