
বরিশাল প্রতিনিধি :
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল জেলার ছাত্রদলের সকল নেতৃবৃন্দ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে বলে জানান বরিশাল জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মোঃ সবুজ আকন, তিনি আরো বলেন বিএনপি একটি সুসংগঠিত বৃহৎ দল। এদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সু -দিক নির্দেশনায় আমাদের বরিশাল জেলার ছাত্রদলের সকল নেতাকর্মীদের মধ্যে বিশাল ইউনিটি রয়েছে। আগামী নির্বাচনে বরিশাল সদর আসনে যাকে দল মনোনয়ন দিবেন তাকে বিপুল ভোটে বরিশালবাসী জয়যুক্ত করতে সক্ষম হবো। এমনকি জাতীয় নির্বাচনে অন্য যে সব দলের প্রার্থী থাকবে তার চেয়ে চার – তৃতীয়াংশ ভোট বেশি পেয়ে আমার দলের মনোনীত প্রার্থী জয়যুক্ত হবেন বলে আশা রাখি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আওয়ামীলীগের আমলে ব্যক্তি কেন্দ্রীক আক্রোশের স্বীকার হয়েছি,এ বিষয় কে কেন্দ্র করে দল আমাকে পোস্ট পজিশন থেকে সাময়িক বরখাস্ত করেছে। আমি তবুও থেমে নেই,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে এবং তারেক রহমানের নির্দেশিত দলীয় আদর্শে আদর্শিত ভাবে রাজনীতির কার্যক্রম পরিচালনা করি। বরিশাল জেলার ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দের যে কোন অপশক্তি দমনের বিরুদ্ধে ডাক আসলে, শত শত ছাত্র দলের নেতাকর্মী নিয়ে তাদের ডাকে সারাদিতে রাজপথে সবসময় আমি প্রস্তুত আছি। আমি বিরোধী দলিয় ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের মাঠে লড়াই করে আসা জিয়ার সৈনিক,আমি ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা, মামলার স্বীকার হয়েছি। আমি ২০০৮ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত ১০ বার কারাবরণ করেছি। ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় বসে আমার হাতের আংগুলের নক তুলে নিয়েছে, বুকের পশম ওঠিয়ে নিয়েছে। আমি স্বৈরশক্তির বিরুদ্ধে লড়াই করতে জানি,আগামী নির্বাচন বানচাল করতে স্বৈর অপশক্তি পিছনে বসে বিভিন্ন কলকাঠি নাড়াচ্ছে। আমরা বরিশাল জেলা ছাত্রদলের নেতাকর্মী সবসময় এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, এবং এদের প্রতিহত করতে আমরা বরিশাল জেলা ছাত্রদলের নেতাকর্মী সবসময় ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত আছি।