নিজস্ব প্রতিবেদকঃ উপমহাদেশের অন্যতম প্রাচীন ও গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য হলেন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ভূঁইয়া অশ্রু।
গত ৮ই জুন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি স্বাক্ষরিত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
উক্ত উপ কমিটিতে ছাত্রলীগের একসময়ের রাজপথ কাঁপানো নেতা রমনা থানা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সন্মানিত সদস্য ঘোষণা করেন।
কমিটি ঘোষণার পর সাইফুল ইসলাম ভূঁইয়া জানান "আমি সব সময় ভিন্ন ধরনের রাজনীতি করি, আমার নেত্রী শেখ হাসিনার কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করে, জাতির জনকের আদর্শকে বুকে লালন করে আমার রাজনীতিতে আসা দেশের সাধারণ মানুষের জন্য ন্যূনতম কিছু করতে পারলে আমি খুশি আমি সাধারণ একজন ছাত্রলীগ নেতা থেকে আজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হয়েছি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই জাতির জনকের কন্যাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার কে। ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি কে। ছাত্রনেতা হিসেবে যখন ছিলাম তখন যেভাবে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সব সময় দলের জন্য কাজ করেছি ঠিক সেভাবেও সব সময় আওয়ামী লীগের নীতি ও আদর্শকে লালন করে দিনগুলো তো ইনশাল্লাহ কাজ করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪