জসীম উদ্দীনঃ বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে।
র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী মডেল থানার মামলা নং-৩৯, জিআর নং-৩৪০, তারিখ-২০ জুলাই ২০০২ইং, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক)/১৯(চ) ধারায় দায়েরকৃত অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থ দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মাস্টার পাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৬ এপ্রিল ২০২৪ইং তারিখ রাত আনুমানিক ৯ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মনিরুল আলম মিনার (৪৩)কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত পলাতক আসামি মর্মে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো স্বীকার করে, সে মামলা রুজু হওয়ার পর হতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪