নিজস্ব প্রতিবেদকঃ পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে ঈদ উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছেন রোকেয়া এগ্রো ফার্ম।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের বাচ্চুর বাজার সুপার মার্কেটের সামনে এই ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোকেয়া এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী। বাচ্চুর বাজারের মরহুম ডাক্তার বাচ্চু মিয়ার ছেলে স্থানীয় ব্যবসায়ী মো. বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এসময় এলাকার গণ্যমান্য লোকজন, শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপহার বিতরণ শেষে রোকেয়া এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা হাকিম মো. হযরত আলী বলেন, প্রত্যন্ত অঞ্চলের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং খামারি কৃষকদের কল্যাণে এই প্রতিষ্ঠানের পথচলা। ঈদ উল ফিতর উপলক্ষে আমার সামর্থ্য অনুযায়ী আশে পাশের লোকজন এবং অসহায়, দুস্থ মানুষদের মাঝে এই ক্ষুদ্র উপহার দিয়েছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।