খান মাহাদী
আমাদের জীবনে হঠাৎ করে কিছু মানুষ আসে আবার চলেও যায়। “কেউ আপন হয়ে থেকে যায়”, “কেউ সময়ের প্রয়োজনে চলে যায়”। যেটা যুগ যুগান্তর ধরেই চলে আসছে। এমন কিছু মানুষ থাকে যাদের সাথে আপনি দুষ্টুমির চলে অনেক কথাই বলে থাকেন। আপনার সেই বলনে কিছু মানুষ হয়তো তখন রাগ করে, একটু দুষ্টু-মিষ্টি অভিমান করে। সাময়িক সেই অভিমান গুলো পরক্ষণেই শেষ হয়ে যায় কিছু মজার কথার চলে। একটা সময় সেই দুষ্টু মিষ্টি অভিমান করা সেই অভিমানীর প্রতি আপনার ভালো লাগার অনুভূতি কাজ করে। ভালো লাগার সেই অনুভূতি নিয়ে নিজের ভিতরের অনেক সপ্নের জাল বোনা হয়ে যায়। কিছু সময় সেই সপ্ন সত্যি হয় আর কিছু সময় মিথ্যা অনুভূতি নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ। নিজের অনুভূতির কেন্দ্রবিন্দুতে যেই মানুষটা থাকে একটা সময় সেই মানুষটার প্রতি আপনার বড় অভিমান হয়, কিছু অভিমান /কারো অভিমান ক্ষনস্থায়ী হয় আর কারো অভিমান চিরস্থায়ীই হয়। সে মানুষগুলো একবার চলে গেলে আর ফিরে আসে না বড় অভিমানী হয় সেই মানুষগুলো। সেই অভিমানকে নিয়েই কিছু মানুষ তাদের জীবন কেটে দেয়। এই মানুষগুলো খুব কমেই হয়ে থাকে ১০০ জনের মাঝে ৫-১০ জন।
অভিমানকে সঙ্গে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দেয় সেই মানুষগুলো।